![]() |
বিদেশিনী : বিমান পাত্র |
আমি প্রেম নাহি চাহি ওগো বিদেশিনী,
আমি যে চেয়েছি সহানুভূতি কেবল একটুখানি।
পড়িবে পড়াবে অন্তর দিয়ে আমার কবিতাগুলি,
বলিও আমারে ভুল ত্রুটি তার আপন হৃদয় খুলি।
এই প্রেম মোর যদি তোমার পরান ছুঁয়ে,
দাগ কেটে যায় তোমার হিয়ায় অজানা বিষ্ময়ে।
তবে সেই প্রেম মোর নিবেদন নয় সে শুধু সংশয়,
অজানা কারনে অজানায় তার হয় যেন পরাজয়।
আমি যে জেনেছি আমার হিয়ায় সংবেগ সঞ্চার,
তোমার ভুবনে হোক্ সে মলিন আপনায় মেনে হার।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন