![]() |
চলো সেই দেশে যাই : সুদীপ সিনহা |
চলো সেই দেশে যাই,
চলো সেই দেশে যাই,
দুঃখ ,বিবাদ ,দ্বেষ যেথা কিছু নাই,
যেথায় নাহিকো ঘৃণা,সবে ভাই ভাই।
চলো সেই দেশে যাই।
যেথায় মায়ের চোখে,ঝরেনা বারী,
যেথা সুখে থাকে যত, সব নরনারী।
যেথায় সকল ঘরে,শান্তি বহে,
একসাথে মিলি সেথা,সকলে রহে,
যেথায় বলেনা কেহ, মোর কেহ নাই,
চলো সেই দেশে যাই।
হারিয়ে চলোনা দেখি,
চলো দেখি যাই,
একসাথে দল বেঁধে,
চলোনা সবাই।
আনন্দ নিকেতন,সেথা যে সদাই,
চলো সেই দেশে যাই,
চলো সেই দেশে যাই।
21/02/20 রাধামনি
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন