মনের দ্বন্দ্ব : রতন বসাক

মনের দ্বন্দ্ব : রতন বসাক
মনের দ্বন্দ্ব : রতন বসাক


বাড়ি ছেড়ে নিজের জেদে
সবার কথা ফেলে,
টাকা পয়সা আয়ের জন্য
শহর গেলো ছেলে ।

শহর এলো গাঁয়ের ছেলে
অনেক আশা নিয়ে,
বহু লোকের ভীড়ের মাঝে
ফাঁসলো সেথা গিয়ে ।

মন লাগে না কোন কাজে
গাঁয়ের কথা ভাবে,
সকাল সন্ধ্যা ভাবতে থাকে
ঘরে ফিরে যাবে ।

ফিরে গিয়ে শহর থেকে
ভাবটা দেখায় এমন,
গাঁয়ের ছেলে হয়ে গেছে
শহরবাসী যেমন ।

আগের থেকে পাল্টে গেছে
গেঁয়ো ছেলের চলন,
গাঁয়ের মানুষ শুনেই হাসে
শহর বাবুর বলন ।

ভাবতে থাকে নিজের মনে
এ কি আমার হলো !
কোথায় থাকি শহর না গাঁও
কেউ তো এখন বলো ?
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.