উত্তর বাংলার মানবিক কবি কবি সূরজ দাশ : রুদ্রসাগর কুন্ডু

সূরজ দাশ

উত্তর বাংলার মানবিক কবি কবি সূরজ দাশ
 
কবি সূরজ দাশ জন্মেছেন আসামের রঙ্গিয়ায়। ১৯৭৫ সালের ২০ ফেব্রুয়ারি। পৈতৃক বাড়ি পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরে। হিলি সংলগ্ন বিনশিরা গ্রামে। পেশায় একজন সমাজ কর্মী। নেশায় কবিতা লেখেন। দক্ষিণ দিনাজপুরে শিশুর অধিকার সংক্রান্ত একটি সরকারি পোস্টে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরূপে "শুভায়ন'' হোমে কর্মরত। ২০০৬ সালে বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "উজ্জীবন সোসাইটি''-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে বর্তমানে যুক্ত রয়েছেন। রাজ্য ও জাতীয় স্তরে শিশু ও মহিলা সুরক্ষা বিষয়ক সামাজিক সংগঠনের সঙ্গে সবসময় যুক্ত থেকে কাজ করেন মানব দরদী এই কবি বন্ধু।

লেখালেখি মূলত শুন্যদশক থেকে শুরু করেন। ``উন্মাদের পাঠক্রম '' নাম চনমনে একটা কবিতা কাগজ সম্পাদনার মাধ্যমে কবিতা লিখে প্রথম হাতে খড়ি। পত্রিকাটি তিওর, হিলি দক্ষিণ দিনাজপুর থেকে প্রকাশিত হতো। প্রকাশের দুই বছরের পর কাগজটি বন্ধ হয়ে যায়। তারপরে, ``মধ্যবর্তী'' সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি এবং আটবছর সহসম্পাদনার কাজ করেছেন। পরবর্তীতে ``উত্তর দক্ষিণ'' পত্রিকার একজন ভাষা কর্মী হিসেবে প্রকাশকের দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়াও ``উত্তর ভাষা'', ``উত্তরের রোববার'', ``বর্ণালী মঞ্চ'', বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরের সকল সাহিত্যসভায় অবাধ বিচরণ। 

 ২০০৬ সালে প্রথম কাব্যগ্রন্থ 'আত্রেয়ীর ঠোঁট' প্রকাশিত হয়।  প্রায় ৬ বছর পর প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ 'জিরো ওয়াটের হা-হুতাশ'। 

২০১৫ সালে বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক সাহিত্য সম্মান 'বিনয়পদক'-এ সম্মানিত হন। ২০১৬ সালে কবির মুকুটে জুড়ে আরেকটি সম্মান 'বর্ণালী স্মৃতি পুরস্কার'। 

২০১৭ সালে তৃতীয় কাব্যগ্রন্থ 'অশ্বক্ষুরাকৃতি বেহালা' প্রকাশিত হয়। এবং এই বছরে পরপর দুটি সম্মান পান। একটি 'কৃষ্টিদর্পণ পুরস্কার' অন্যটি 'প্রতিস্বর স্মারক সম্মান'।   

এরপর ২০১৮ তে 'সৃজন সাহিত্য সম্মান' এবং 'শচীন্দ্রনাথ আকাডেমি সম্মান' পান। 

সমাজসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ, সুপ্রিম কোর্ট, নতুনদিল্লি কর্তৃক পশ্চিমবঙ্গের সেরা আইনি পার্শ্বসেবক রূপে সম্মানিত হন। 

কবির সঙ্গে যোগাযোগের মাধ্যম : মোবাইল - +৯১-৯৫৬৩০০১৮২১, ৯৪৩৪৯৬২৮৪০।

মেইল আইডি : tiorsurajdas@gmail.com

কবি সূরজ দাশ

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

3 Comments:

Tapasendra Barman বলেছেন...

বালুরঘাট মনে পড়লেই যাদের কথা প্রথম মনে পড়ে তাদের মধ্যে অন‍্যতম একজন। মানুষটাকে কাছ থেকে না দেখলে বিশ্বাস করতাম না। হয়তো দু চারটে কবিতা পড়ার সুযোগ হয়েছে। কবিতা তো অবচেতন মনের বহির্প্রকাশ। আমরা সেই মনের সঙ্গে কতটা পরিচিত হতে পারি। নিজের অবচেতন মনকেই তো চিনতে পারি না কোনো কালেই। কিন্তু বহিরঙগের যে মানুষটা এককথায় অমায়িক। তাই যত দূরেই যাই অবসরে উঁকি দেয় একটা নাম সূরজদা।

Bappaditya Dey বলেছেন...

অসাধারণ....

উত্তরের লোক সংস্কৃতি : কিছু কথা … সূরজ দাশ – Banglasahityo বলেছেন...

[…] সংস্কৃতি : কিছু কথা … সূরজ দাশ সূরজ […]