ভিটেমাটি : ননী গোপাল মিশ্র

ভিটেমাটি : ননী গোপাল মিশ্র
ভিটেমাটি : ননী গোপাল মিশ্র

ঐযে বড়ো শিরীষ গাছের নিচে, কাঁচা মাটির দেয়াল
খড়ের চালের, বাঁশের বেড়া দিয়ে
মায়ের নিপুণ হাতের নিকানো উঠোন....
জোড়া ময়ূরের পাশে বেলগাছ আঁকা।
বাবার কাঁচা হাতের লেখা,লাল আলতায়
শ্রী শ্রী দুর্গা মাতার আগমন...১৩১০সাল।

ঐখানেই হয়েছিল আমার জন্ম......
ঐমাটিতে এখনো লেগে আছে,
আমার জন্ম লগ্নের রক্তের দাগ,
ছেঁড়া চাটাই , ভাঙ্গা পলুই, চালে গোঁজা
বড়ভাইয়ের চিঠি, মায়ের চিরুনি।
পুকুর পাড়ের আমবাগান,নদী জলে ডুব সাঁতার
খেলার সাথী...বাবলু, কাশেম, রীনা, ফতেমা
গ্রীষ্মের দুপুর, শিবের গাজন, ঈদের লাঠিখেলা
সবকিছু .... আমার সোনার বাংলা।
ঐযে মেঠোপথ, আমার মায়ের পদচিহ্ন আঁকা
সুবল কাকুর চায়ের দোকান,ফজল মিঞার
সত্য পীরের গান
মল্লিক বাড়ীর ঠাকুর দালান
নতুন পাড়ার মসজিদ......
সবযেন অস্পষ্ট, সীমানার বাইরে,
এপার ওপার, গঙ্গা পদ্মা, লালন নজরুল
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় কয়েকটি দিন
শুধু মাত্র বাঁচার জন্য
অসংখ্য জীবন
অমানবিক নির্যাতনের শিকার, নিঃস্ব, রিক্ত, ধর্ষিতা....
যার গুপ্ত স্রোত বয়ে চলে আজও অতি গোপনে....
একটা অবিশ্বাস, গোপন অভিসন্ধি
বদলে দেয় সবকিছু....
 মানবিকতা, এমনকি হৃদয়ের অবস্থান টুকু ও।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.