দুটি কবিতা : বাবলি সূত্রধর সাহা

বাবলি সূত্রধর সাহা
পয়লা জুলাই

পয়লা জুলাই ফিরলাম শহরে,
সেই যে নদী উৎসব ,নুড়ি পাথরের
ফেলে আসা জলরঙ আর
তোমার ল্যাভেন্ডারের শিশি ,
সবই গুছনো ছিল;
অথচ গতকালই চলে গেলে তুমি...
ক্ষতচিহ্ন রয়ে গেল শুধু ইনজেকশনের চ্যানেল !
আর বেঁচে থাকার মিথ  ,জন্মান্তরের সনেট
আমার ফেরা অথবা তোমার যাওয়া
এবং কিছু ব্যথার হাইফেন !
সবটাই গুছিয়ে রাখি
বিষন্নতার নোনাজলে !


সম্পর্ক

 আঁধার মেখে ডুবে যাই
শ্যাওলা ধরা জলজ সম্পর্কে!
সোঁদা গন্ধ ,নোনতা জলে চুপসে যায়
জীবনের ক্ষতচিহ্ন ;
প্ল্যানচেটের টেবিলে মোমের কার্নিভাল
শহরের গলিপথে বারুদ ওড়ে
ফেরি ওয়ালার হাত  ধরে ,
তুমি এলে তবেই লিখব
সম্পর্কের মৌনতা 
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.