![]() |
ইমারত গড়ব বলে : ঈদারুল ইসলাম |
ইমারত গড়ব বলে রোজই একটু একটু করে ইট,বালি, সিমেন্ট সংগ্রহ করি ! সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে স্বপ্ন দেখি আপন মনে। ঝড়-ঝঞ্জা, ভূমিকম্প, অগ্নুৎপাত বা সহসা দাবানল অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সস্তা রাজনৈতিক প্রকোপ; চিরস্থায়ী নয় কোনোটাই, তবে মিছে করো কেন আক্ষেপ ?
এ যে নিছক আকাঙ্ক্ষা নয়, দৃঢ় প্রত্যয়; একদিন ঠিকই হবে সত্যের জয়। হৃদয়ে মোদের নেই কোনো সংশয়, পবিত্র বাসনা থাকলে স্বপ্নের জয় হবেই হয় ! থাক না ঘুণপোকা শতশত,বাঁধে বাঁধুক বাসা হাজারো উইপোকা'র ঢিবির মতো ওতে, বেশি ক্ষতির সম্মুখীন হলে ঢেলে দেব কেরোসিন তাতে !
তাই তো বলি- উন্নতমানের (পড়তে হবে উন্নত মনে'র); মালমশলা দিয়ে নয়, মানুষমশলা দিয়ে গড়তে চাই এ ইমারৎ। যেন সবরকম আবহাওয়া, ঝড়ঝাপটায় অবিচলিত থাকে;স্বপ্ন বৃক্ষের একেকটি ডাল অক্ষত। তাই তো সর্বদা সহস্রচক্ষু মেলে বসে থাকি, এ ইমারৎ যেন কোনো উপদিকার দ্বারা আক্রান্ত না হয়। আর যদি হয়েই যায়, সেজন্য উপযুক্ত ঔষধি প্রয়োগ করি মোরা; যথাসময়ে।
হোক না হয় শতেক ইট নড়বড়ে, একটি ইটও যদি থাকে আঁকড়ে ধরে- হয়ে শক্তপোক্ত; ইমারতের ভিত রবে সদা অক্ষত ! পবিত্র মনে স্বপ্ন দেখি ইমারত গড়ব বলে; তাইতো বলি- ইমারত মোরা গড়বই গড়ব ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন