![]() |
গ্লাসে গ্লাসে উল্লাস : কিশলয় গুপ্ত |
চেটে খাই ধূলো মাটি ঘেঁটে যাই মননে
খেটে খেলে শিল্প ধরে রাখে জননে
বনানী লুকায় নাকি অক্ষর?
বুক বড় মাটিময় খাঁটি শুধু কান্না
জানি না কে চাঁদ পেড়ে করে রাখে রান্না
সেনানী লাগে না এই যক্ষ'র।
কে কেমন ভালোবাসে লেখা থাকে নাম কার
অজানা থেকেই গেল সীতা কার রাম কার
পিতা নাম জপে শুনি বামদিক
আর সব পা চাটা মুখে তোরা মাই নে
দুধে পাপ কেটে যায় লেখা নেই আইনে
এ নিয়ম ধরে কেউ নাম দিক।
লেজ নাড়ে কুত্তায় প্রেম দ্যাখে প্রেমিকে
মুচকি হাসতে দেখেছি কালনেমী'কে
সৎকার পেয়ে গেছে ভুল লাশ
প্রেম প্রেম খেলছি মেলছি এই পাখাটা
বেঁচে আছি, মুশকিল জীবন্ত থাকাটা
তারপরও গ্লাসে গ্লাসে উল্লাস।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন