![]() |
আমার একটা "হ্যাঁ" চাই : তিথি সরকার |
আমার সাথে তোমাকে পাশাপাশি চলতে হবে না,
নিয়ম করে হলে গিয়ে সিনেমা দেখাতে হবে না,
বাদাম ভাজা পপ্কন খাওয়াতে হবে না,
ফোন বা হোয়াটসআপ ই-মেল কিছুই করতে হবে না,
ইচ্ছে হলে করবে না হলে...
কিন্তু এত "না"-এর ভিড়ে আমার একটা "হ্যাঁ" চাই
তোমার বুকের বাঁদিকে যে হৃদয় নামক দেশটা আছে
ওখানে শুধু আমারই বাস হোক
এটাই আমার "চাই"। এটাই আমার "হ্যাঁ" চাই।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন