![]() |
একটাই জীবন : বিষ্ণু পদ মহান্তি |
একটাই জীবন
জীবন তো একটাই হয়।
যে সাজিয়ে নেয়
সে জীবন্ত হয়ে যায়।
যে পরের ঘরে আলো জ্বালায়
তারই ঘরে দ্বীপ জ্বলেনা।
ঘুঘু ডাকে কুকুর ছোটে
বেলা শেষে আঁধার নামে
অবকাসেও জীবন থামেনা।
স্বপ্ন নারী বেয়াদপি সব
ইচ্ছে করলেই হুজুগ জোটে
বালখিল্য নাবালক সবই
জীবন কেন জীবন হয়না।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন