সৌরভ হালদারের এর দশটি কবিতা

সৌরভ হালদারের এর দশটি কবিতা
সৌরভ হালদারের এর দশটি কবিতা

ভালোবাসা 

হৃদপিন্ডের স্পন্দনে
চলে যাচ্ছে সময়ের সেকেন্ড
ক্লাস টেন কিংবা নাইন
সময়টা হবে এরকম,
করেছিলাম প্রেম তখন।
সেই দেখা সেই তাকানো
এখনো মনের ভিতরে
ভেসে উঠে এক এক মুহূর্তে
একক ভাবে ভালোবেসে।
প্রতিদিনের কথা প্রতিটি ভাবনো
নিত্য নতুন ভাবে
তৈরি করেছি মনের মাঝে
ভিন্ন  উপায়ে ভিন্ন উপায়ে।
হঠাৎ  রাগ করে
চলে গেল সে ভিন্ন কারনে
অভিমানে চোখের জলে
ভালোবাসার নিংশ্বেস হলে,
তাই বুঝি আজ সিকারেট হাতে
উড়ছে কালো কালো ধোঁয়া
মাঝরাস্তার মাঝে।

শিশির বিন্দু

সূর্যোদয় ভোর হলে
গগন থেকে নিহির ঝরে
কুঁচি কুঁচি ঘাসের উপর,
বিন্দু বিন্দু জলে
একটি শিশির বিন্দু।

বহুক্ষনে বহু সময় পরে
খুঁজে চলেছি আলোক পথে
ঝরা পাতার জমিন ডাকে,
গুচ্ছ ঘাসে ছড়িয়ে থাকা
একটি শিশির বিন্দু।

এই বৃষ্টি ভেজা রাতে

এই বৃষ্টি ভেজা রাতে
তোমার ছবি
একেছি আমি,
আমার হৃদয়ের মাঝে।
ঝিম ঝিম শব্দ
বয়েছে তবে
ঝড় হাওয়া বাতাসে,
এই বৃষ্টি ভেজা রাতে
দোলা দেয় মন,
গ্রীষ্মের আকাশের ছোয়া বাতাসে।
যদি পাশে থাকতে
নিখিলের পরসে
বসে থাকতাম তোমার পাশে।
চোখ বুজে তোমার ছবি
দেখছি বার বার
হয়েছি হতাশ
পারিনি তবু,কাছে আসতে
এই বৃষ্টি ভেজা রাতে।

অবিচরনী প্রেমের কথা

তোমার প্রেম যে সইতে পারে
ওগো প্রেমি
তাহার মাঝে আছে যে তুমি
লিপিবদ্ধ হয়ে রবি ঠাকুরের কবিতায়
প্রেমের সাথে আঁকড়ে ধরে
বেঁচে আছি তোমার মাঝে
আড়াল থেকে ক্ষণে ক্ষণে
তুমি দেও দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে
ভানুর মৃদু রেখার মত করে।

এ কেমন ভালোবাসা


এ কেমন ভালোবাসা
যখন তুমি কান্না করো
আকাশ জুড়ে বৃষ্টি ঝরে
কথা নয় নিরবতাই প্রকাশ করো
প্রস্তর এর শিখাখন্ডন,
পরিতাপের ক্রন্দন।

ললাট জুড়ু আছে লেখা
তোমার এই নিয়তির খেলা
অম্বর জুড়ে প্রতিক্ষা করো
আসবো আমি অভিলাষ হয়ে,
শঙ্কিত এ মনে
তোমার ক্ষনে।

বনলতা সেন


মিষ্টি প্রেমে গল্পে ভরা
হৃদয় দিয়ে গড়ে তোলা,
ভালোবাসার মন ভরা

বনলতা সেন।
নীল আকাশের তারা তুমি
ভুলিবো কেমনে তোমার মনি
শিশির ভেজা ঘাসের উপর,
বনলতার পায়ের ছোয়া।

সকালের মিষ্টি কুয়াসা,
ঘাসকে যেন দোলা দিয়ে যায়
বনলতার ভালোবাসা।

প্রেম

কোথাই লাগি তোমার প্রেম
তাহা আমি বুঝি নাই
দিশে হারা এই মন
শুধু তোমাকে চায়
কেন তুমি বুঝ না,
উদাস মনের ভালোবাসা।
তোমাকে ছাড়া এ জীবন বৃথা
প্রতিটা মুহুর্ত চায়
তোমার পাশে,
কাটে না যে সময়
তোমাকে ছাড়া।

হৃদয়

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে
খুজে না পাই কূল
সৌরভের প্রান কাদিয়ে তোলে
ভিজে বনের ফুল
আধার রাতে প্রহর গুলি
কোন সুরে আজ
ভরিয়ে তুলি
কোন ভুলে আজ
সকল ভুলে,আছি আকুল হয়ে।

চোখ

ভুল করে চেয়ে,
অচেনা হয়ে
চোখে চোখ রেখে
মোর প্রেমে পড়েছি,
তোমার ঐ চোখ দেখে।

তুমি হও রুপসি কন্যা
নিখিলের সরসে,মুখ চেয়ে তাকিয়ে থাকি
তোমারি পরসে।
ভোহরের শিশির ভেজা,ফোটা ফুল
তোমার সাথে তুলনা করলে হয় না ভুল।

তোমার চোখ ঝলে
ছল ছল কহি নিরবে
তাকিয়ে রও আমারি তরে
কথা যেন থাকে না,প্রেমর ফুল যেন ফোটে না।
মোর চোখেরও পলক যেন পড়ে না
সৃষ্টিতে সৌদর্য,ফুটিয়াছো এই তোমার চোখ
ঐ মুগ্ধময় জীবনের অশোক।

আকাশ জুড়ে মেঘ,আমার মনটা জুড়ে তোমার মায়াবী দুইটি চোখ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.