![]() |
রাগে-ছন্দে : মিঠুন রায় |
বহু আগেই হারিয়েছি কান্না,
নোনা জল গাল বেয়ে নেমে আসে ,
অকাল খরায় হৃদয়ের শুস্কভূমি ফেটে চৌচির হয়ে গেছে।
ভালোবাসার ভাঁড়ারে টান পড়েছে মাঝপথে,
বিনিদ্র নিশি কাটে অযাচিত প্রেমের প্রতীক্ষায়।
গালভরা যৌবন আর অধরের চুম্বন তলিয়ে গেছে কালের গর্ভে,
আমি তবু সুর ধরি ব্রজবুলি ভাষায় -
নতুন রাগে,নতুন ছন্দে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন