ধারা : মনোনীতা চক্রবর্তী

ধারা : মনোনীতা চক্রবর্তী
ধারা : মনোনীতা চক্রবর্তী

তুমি দেখলে আমি কত নিস্তেজ-নীরব এখন
ক'দিন আগেও যা ছিল দুরন্ত তিস্তা ... হুটপাটি গোল্লাছুট
সত্যি করে বলবে, আমার থেমে যাওয়া দেখেছো? বুঝেছ?
ঘুমের ভেতর আমার স্বপ্ন ও আমায় জানিয়ে গেছে, আমি আর নেই কোথাও ...
ব্রজের পদধূলি আমার আর  মাখাই হল না
ফেরা হল না ..
.
যোনির যন্ত্রণায় গড়া মানব আজ পুতুল
 ঠিক মানুষ মানুষ দেখতে!
দ্যাখো কেমন সুন্দর নাচছি ! সব্বার ইচ্ছেমত
সুতোও ফুরল।কিছু ছিঁড়েও গেল।
নাচ থামল না , থামছে না ।
নেচেই চলেছি কী সুন্দর !
সুতোও নেই
বাঁশিও নেই
আমিও নেই
                              তুমি দেখতে পাচ্ছোনা?
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.