জলের অসুখ : বিপ্লব গঙ্গোপাধ্যায়

জলের অসুখ : বিপ্লব গঙ্গোপাধ্যায়
জলের অসুখ : বিপ্লব গঙ্গোপাধ্যায়

কী খাবে ? কতটা খাবে ? খাও
গোগ্রাসে গিলে নাও লুপ্ত দৃশ্যাবলী ।
যেতে যেতে অভিসন্ধিহীন পায়ে
মুছে ফেলো মায়ার আঁচল  এই অভিকর্ষটান।
গানের পিপাসা ছিল পিপাসার গান ?
পাসপোর্টবিহীন মেঘ দেশ থেকে অন্য দেশে চলে যায় সোজা
কুয়াশার মধ্যে তার সমস্ত কামনারাশি ক্ষণজন্মা আয়ু
জলমগ্ন
তবুও পিপাসা তার অবিরাম তৃষ্ণার অঞ্জলি।

এ অসুখ সারবার নয়। 
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.