![]() |
অরূপ মুখোপাধ্যায়ের দুটি কবিতা |
বাঙালিয়ানা
১
তাল লয় সুর মুদ্রা
সবই আছে জানা !
নাচবো কোথায় --- ভুলে গেছি
মঞ্চের ঠিকানা !!
২
বাঁশবাগানের মাথার উপর
চাঁদ ওঠে আজও রোজ !
স্বপ্ন - দেখা অপু - দুগ্গার
নেই তো কোনো খোঁজ !!
স্বপ্ন ফিরি করার মতো
কবি -ও আজ কোথায় !
'একুশ' আজ উত্সব শুধু
একুশ তাতে নাই !!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন