![]() |
স্মৃতি ঝাপসা হয় : বিষ্ণু পদ মাহান্তি |
বর্ষ পেরিয়ে যায়
স্মৃতি ঝাপসা হয়।
তোমার আলিঙ্গনের মুহূর্ত গুলি
চোখের কোনে ভেসে উঠতে উঠতে এক সময় শরীর ঘর্মাক্ত হয়ে যায়।
আমার শরীর বেয়ে ঘাসেরা জন্ম নেয়।
স্মৃতি যখন ঝাপসা হয়ে যায়,
তোমার মুখ কালো ধোঁয়ার মতো কুণ্ডলী পাকায়।
গুমোট হওয়ায় হৃদয় পুড়ে
হৃদয়ের আনাচে কানাচে ব্যাঙাচির উপদ্রবে
নাজেহাল বসন্ত।
তোমার ষষ্ঠ ইন্দ্রিয় বলেছিল আমার ভবিষ্যতের কথা,
তোমার কথামতো হৃদয়ে জং লেগেছিল।
তোমার ইশারায় নাচতে গিয়ে মঞ্চ ভেঙেছি।
আজ স্মৃতি ঝাপসা হয়ে যায়।
বেলার আঁচলে সূর্য ডোবার ইঙ্গিত দিয়ে সন্ধ্যা আসার প্রতিশ্রুতি দেয়,
তোমার কাজ এখনো হয়নি শেষ।
তোমার আসার এখনো অনেক বাকি,
আমার স্মৃতি ঝাপসা হয়।
পঁচিশের বুকে বাইশের বেদনা
আমার স্মৃতিতে তোমার উজ্জ্বল চাহনি
তবুও হৃদয় ক্ষয়ীত হয়
হৃদয়ের আঘাতে।
রাত্রের সুবাস ফেলে শিউলি মরে যায়
ভোরের কাননে শোভা পায় অন্য ফুল।
তোমার অপেক্ষায়
স্মৃতি ঝাপসা হয়ে যায়।
1 Comments:
Waaahhhhh... Khub sundor
একটি মন্তব্য পোস্ট করুন