![]() |
ভোর হওয়ার আগে : তুষার দাস |
বিটুমিনের আস্তরণ জড়িয়ে শুয়ে আছ
উত্তুঙ্গ আনন্দ শেষে।
বলিষ্ঠ কলুষ বুক চিরে
জেব্রা ক্রসিংয়ের উদ্ধত আলিঙ্গন।
ক্ষত চাপা উষ্ণতা
খেলে বেড়ায় শিরা উপশিরায়।
গতিবেগের মহাকাব্য
খবর হয়ে ঠোঙা হয়,
তবুও ট্রাম লাইন সমান্তরাল
সুখী দম্পতি।
পথ আলোর রোজনামচা
সিগনালের ছেলেমানুষী
রমন ক্লান্ত শহর
উত্তুঙ্গ আনন্দ শেষে
শুয়ে আছে,
বেওয়ারিশ্ নগ্নতা নিয়ে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন