তরুণ কবি বিপ্লব সরকার : রুদ্রসাগর কুন্ডু

















তরুণ কবি বিপ্লব সরকার : রুদ্রসাগর কুন্ডু

উত্তরবঙ্গের মানসাই ও সুটুঙ্গা ঘেরা দ্বীপশহর মাথাভাঙ্গায় বসে বাংলা কবিতা চর্চা করছেন। জন্মগ্রহণ করেন ১৯৯২ সালে ১৩ই মার্চ। স্কুলজীবনে বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিনে হাতেখড়ি হলেও কবিতার প্রতি আকৃষ্ট হন কলেজ জীবনে। তবে বাংলা কবিতায় পূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে ২০১৪ সাল থেকে। সুতরাং প্রথম দশকেই কবির আবির্ভাব বললে অত্যুক্তি বা ভুল কোনোটাই হবেনা। দারিদ্র্য ও অভাবকে সঙ্গী করে মাথাভাঙ্গা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও পরবর্তীতে দূরশিক্ষার মাধ্যমে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে কর্মজীবনে এখনও স্থায়িত্ব না পেলেও একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা ও উত্তরবঙ্গ সংবাদে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে কবির। 

২০১৭ সালে শাম্ভবী কর্তৃক প্রকাশিত হয় কবির প্রথম কাব্যগ্রন্থ "ওঁ চিহ্নের সন্ধি"। পাঠকমহলের মতে এই বই থেকেই কবির জাত চেনা যায়। এরপর ২০১৮ সালে হাওয়াকল প্রকাশনা প্রকাশ করেন কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ " চাপা পড়ে আস্ত শহর"। বানিজ্যিক কাগজে এখনো আত্মপ্রকাশ করার ইচ্ছা প্রকাশ না করলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশকিছু লিটল ম্যাগাজিনের জন্য নিয়মিত বা অনিয়মিতভাবে কবি কলম ধরেছেন। যেমন মানসাই, অপর আলো, তিতির, মধ্যবর্তী, চেতনা, পর্যাস, কালিনী, দলছুট, মুজনাই সাহিত্য পত্রিকা, জনান্তর, শব্দ, এক পশলা বৃষ্টি, শব্দবাউল, শীতলগড় সাহিত্য পত্রিকা, ফুলেশ্বরী নন্দিনী, তিস্তা নন্দিনী, কলম, জলপিপি, হৃদয়কলি, বিহঙ্গ সাহিত্য পত্রিকা, অপরাজিত অর্পন, উত্তরের হাওয়া, জিরো বাউন্ডারি কবিতা ইত্যাদি ছোট পত্রিকাগুলিতে কবির কবিতা প্রকাশ হয়েছে। এছাড়া, উত্তরবঙ্গ সংবাদ ও আজকাল দৈনিক কাগজেও কবি লিখে থাকেন।

 কবিতা লেখার পাশাপাশি কাব্যগ্রন্থের সমালোচনাও লিখে থাকেন আজকাল দৈনিক ও অন্যান্য ছোট কাগজগুলিতে। বর্তমানে কবি বাংলা থেকে ইংরেজি অনুবাদেও নিজেকে মনোনিবেশ করেছেন। সম্প্রতি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ন কবি সন্তোষ সিনহার কবিতা অনুবাদ করে কবি জায়গা পেয়েছেন আমেরিকার টেক্সাস থেকে প্রকাশিত ডাস্টিন পিকারিং সম্পাদিত জার্নাল "হারবিঞ্জার অ্যাসাইলাম"-এ। সম্মান ও সম্বর্ধনায় খুব একটা আগ্রহ প্রকাশ না করলেও ২০১৮ সালে 'হৃদয়কলি সাহিত্য পত্রিকা' থেকে উদীয়মান কবি হিসেবে গ্রহণ করেছেন " হৃদয়কলি সাহিত্য সম্মান-২০১৮"। কবিতা নিয়ে সারাজীবন কাটাতে ইচ্ছুক এই তরুণ কবি ভালোবাসেন পড়তে ও ঘুরতে।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.