কী লাভ
সিদ্ধার্থ সিংহ
তা হলে থাক,
আমাকে বাতিলের খাতাতেই রাখুন।
আরও কত দিন যে লকডাউন চলবে, ঠিক নেই
এমনিতেই আপনার কাছে যেতে পারব না
বসতে পারব না শ্যামবাজারের সেই পর্দা ঢাকা কেবিনে
ফাঁকা ট্যাক্সিতেও খেতে পারব না
চকাস করে একটা চুমুও
তা হলে আর শুধু শুধু প্রেম করে কী লাভ!
তার ওপর আপনি বলছেন কিনা---
আমার সঙ্গে প্রেম করতে হলে
আমার কথা শুনেই চলতে হবে!
না না না, তা হলে থাক
আমাকে বরং বাতিলের খাতাতেই রাখুন।
যখন লকডাউন উঠবে
তখন না হয় ভাবা যাবেখ'ন...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন