![]() |
খ্রিস্টমাসের কাহিনি : পিনাকী চৌধুরী |
খ্রিস্টমাসের কাহিনি : পিনাকী চৌধুরী
সেজে
উঠছে মহানগর সহ তামাম বিশ্ব । শীতের পরশ গায়ে মেখে মানুষ আবার হয়তো
উৎসবমুখর ! সামনেই ২৫ ডিসেম্বর, মানে যীশুখ্রীস্টের জন্মদিন , মানে আবার এক
উৎসবের হাতছানি । তবে এই ২৫ ডিসেম্বর প্রভু যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা
কিন্তু সঠিকভাবে জানা যায়না । কিন্তু আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস
অনুসারে , এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মাতা মেরীর গর্ভে প্রবেশ করেন যীশু
। সেই হিসাব অনুযায়ী ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন হিসাবে ধরা হয় । অন্য একটি
প্রচলিক মত অনুসারে এটি একটি ঐতিহাসিক রোমান উৎসব । উত্তর গোলার্ধের
দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে যীশুর জন্মদিন পালনের
প্রথাটির সূত্রপাত হয় । এই পবিত্র দিনটি বর্তমানে শুধুই খ্রিস্টানদের
বিশেষ ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নেই , অ-খ্রিস্টানদের কাছেও দিনটির বিশেষ
তাৎপর্য রয়েছে, এক সার্বজনীন মহামিলনের উৎসবে পরিণত হয়েছে । উপহার
আদানপ্রদান থেকে শুরু করে গীর্জায় গীর্জায় প্রার্থনায় তা যেন এক বর্ণময় রূপ
নিয়েছে । কিন্তু ইংরেজী ' খ্রিস্টমাস' শব্দটির অর্থ কি ? উত্তরে বলা যায়,
এই Christmas শব্দটি খ্রিস্টের মাস ( উৎসব) শব্দবন্ধটির যুগ্ম অর্থ থেকেই
উৎসারিত হয়ে বিস্তার লাভ করেছে ।এই Christmas কে অনেকেই আবার Xmas নামেও
অভিহিত করেন , কারণটা কি ? প্রাচীন গ্রীক ভাষায় X ( চি ) হল Christ বা
খ্রিস্ট শব্দের প্রথম অক্ষর x এর সমরূপ । ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকেই তাই
এই বিশেষ অক্ষরটি Christ শব্দের নামসংক্ষেপ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে ।
অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত ধারণা অনুযায়ী একটি আস্তাবলে গবাদি পশু
পরিবৃত অবস্থায় জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট । আর খ্রিস্টমাস ইভ মানেই হল
সান্টাক্লজের আবির্ভাব !
আসলে পাশ্চাত্য সংস্কৃতির এক কিংবদন্তী চরিত্র
হলেন এই বৃদ্ধ সান্টাক্লজ , প্রচলিত বিশ্বাস অনুযায়ী ২৪ ডিসেম্বর, মানে
খ্রিস্টমাস ইভে সদাহাস্যময় এই সান্টাক্লজ বাড়ি বাড়ি ঘুরে তথাকথিত ভাল
ছেলেমেয়েদের জন্য উপহারসামগ্রী দিয়ে আসেন । ২৫ ডিসেম্বর তারিখে খ্রিস্টমাস
ট্রি দিয়ে ঘর বা দোকান সাজানোর রেওয়াজটা কিন্তু নতুন নয় । তবে গল্পের
আড়ালেই যেন লুকিয়ে রয়েছে অপর একটি গল্প ! কি সেই কাহিনি ? শোনা যায়,
জার্মানীতে একসময় শীতকাল এলেই গাছ দিয়ে ঘর সাজানোর রেওয়াজ ছিল। ১৭৫০ সালে
এই গৃহসজ্জা প্রথম দেখা যায় স্ট্রাসবুর্গে ।
১৭৭১ সালের দিতে বড়দিনের
ছুটি কাটাতে জোহান উলফগাং বহন গেটে নামে এক স্বনামধন্য লেখক জার্মানীতে
ঘুরতে আসেন । স্ট্রাসবুর্গ ঘুরে তিনি খ্রিস্টমাস ট্রি এর ওইরকম সুন্দর সাজ
দেখে মুগ্ধ হয়ে যান । লেখক সম্ভবত ওই শীতকালীন গাছের সাজটিকে খ্রিস্টমাস
উপলক্ষে সাজ ভেবেছিলেন ! তারপর তিনি ওই গাছের সাজের বর্নণা তুলে ধরেন তাঁর
লেখনীতে । তাঁর লেখা ' দ্য সাফারিং অব ইয়ং ওয়েরথার ' পরবর্তীকালে
পাঠকমহলে সমাদৃত হয় । এদিকে সেইবছরই আবার জার্মান রাজকুমার অ্যালবার্টের
সাথে বিয়ে হয় রাণী ভিক্টোরিয়ার । বিয়ের পর অ্যালবার্ট সারা ইংল্যান্ডকে
জানিয়ে দেন খ্রিস্টমাস ট্রি দিয়ে বড়দিন পালনের প্রথাটি । এরপর ১৮৪৮ সালে
এক মার্কিন সংবাদপত্রে গুরুত্বসহকারে খ্রিস্টমাস ট্রি এর ছবি প্রকাশিত হয় ।
ক্রমে ক্রমে সারা বিশ্বে তা সমাদৃত হয়ে জনপ্রিয়তা লাভ করে ॥
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন