![]() |
নয়তো আমি কবি : বিপ্লব গোস্বামী |
বন্ধুরা বলে শোন কবি ভাই
আজ হতে মোদের মাঝে নেই তোর ঠাঁই।
তোর কি খেয়ে দেয়ে নেই কোন কাজ?
তুই আর আসিস না আমাদের মাঝ।
বড্ড বিরক্তিকর ,তোর কি মাথা নষ্ট ;
কেবল লেখিস কবিতা আর কবিতা !
সত্য কথা বললে পাবি তুই কষ্ট।
আরে ভাই,ছেড়েদে এ সব পাগলামি ;
এসব ছাই লিখে কখনো হবি না নামী।
কবিতা লিখে কে আর কখন পেয়েছে দাম ;
কজন আর মনে রাখে কবিদের নাম ।
কবিতা লিখে আর কত টাকা মিলে ?
অনেক টাকা ইনকাম হবে মোদের মতো হলে।
আমি বলি শোন বন্ধুরা সঙ্গ ছাড়ব ,তবে
শেষ বেলা আমার কথা শোনে রাখ সবে।
কবিতা লেখা আমার নয়তো পেশা ;
না লিখলে আর বাঁচব না ভাই
হয়েগেছে ঘোর নেশা।
নয়তো আমি কবি
লেখি কেবল অন্যায় অবিচার,
অধর্মের প্রতিবাদ লিপি
আর আঁকি দীন জনের ছবি।
আমার লেখা তোরা ভাবিস না পদ্য ;
এসব শুধু প্রতিবাদ লিপি, নয়তো প্রবন্ধ।
নাইবা হলো পদ্য গদ্য না হলো প্রবন্ধ
তবু এ লেখায় যেন হয় তাদের মুখ বন্ধ।
যারা অধর্মে করে শুধু অন্যায়
তাদের যেন হয় সর্ব নাশ
আমার প্রতিবাদের বন্যায়।
দামের আমার নেই কাজ
তবু এ লেখায় যেন তারা পায় লাজ।
যাহা অন্যায়ী অহঙ্কারী
আমার কবিতা দিয়ে তাহাদেরে মারি।
আমি নয়তো কবি
আমি বিপ্লব,মহা বিপ্লবী
আমি এঁকে যাই তারই ছবি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন