![]() |
প্রেম সংশয় : পুষ্পজিৎ পতি |
তোকে প্রেমের কথা বলবো না....
দিক ভ্রান্ত পথিক, পথ খোঁজে জীবনের শেষ বেলায়.
গন্তব্য অনেক দূর.
কারবালার নৃশংসতা রক্ত পান করে তেষ্টা মেটায়. হারেমের কান্নারোল প্রতিধ্বনি হয়ে ঠোকর খেতে খেতে কবর খোঁড়ে.
রুমালী সংকেত সুগন্ধী নির্যাসে স্নাত নগ্নতার নীরব সভ্যতা আমি.
তোকে কি প্রেমের কথা বলা সাজে?
মরিচীকার রূপ বদলের ছায়া সঙ্গী প্রান্তর, লজ্জা মাখা মৃত্যু লাশ.
অভ্র চৈতন্য নিষ্ফল আবেদনে, মুখে ফেনা ওঠা বিচরণ ক্ষেত্র. হোঁচট খাওয়া সভ্যতায়.....
তোকে কি প্রেমের কথা বলা যায়?
আসুরিক মানুষ খেকো গন্ধে, লালসার নালী বেয়ে লালা ঝরে, আঁশুটে গন্ধে নেশা ধরে চোখে মুখে, সৌন্দর্যের নগ্ন রূপে.... সভ্যতার নাম নিয়ে,
তখনও কি তোকে প্রেমের কথা বলা যায়?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন