![]() |
শাশ্বত প্রেমের আখ্যান : পিনাকী চৌধুরী |
শাশ্বত প্রেমের আখ্যান : পিনাকী চৌধুরী
গত ১ নভেম্বর বিজলী সিনেমা হলে অনুষ্ঠিত হল গোপাল চৌধুরী প্রযোজিত এবং সঞ্জয় দাস নির্দেশিত ' ও বন্ধু আমার' সিনেমার প্রিমিয়ার শো । বেথুন বেরার কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় যেমন অভিনবত্ব রয়েছে, তেমনই বেথুন বেরার চিত্তাকর্ষক চিত্রনাট্য ! কিন্তু কি সেই কাহিনি ? নিতান্তই মধ্যবিত্ত পরিবারের ছেলে এই আদি , সে সহজ, সরল, অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ! কলেজে সর্বদাই তার মুখে একটি মিষ্টি হাসি লেগেই থাকে । আর তারজন্য কলেজের ছাত্রীরা তার প্রেমে হাবুডুবু খায় ! আর আদি কিন্তু নির্বিকার । সে কোনো ছাত্রীর প্রেম গ্রহণ করে না, বরং সবিনয়ে তা প্রত্যাখ্যান করে ! আর আশ্চর্যের বিষয় হল, সেই স্বল্পবাক, মিষ্টভাষী আদি হঠাৎ করে একদিন রুহীর ( ঋত্ত্বিকা সেন) প্রেমে পড়ে যায় ! প্রথম দর্শনেই যেন আদি রুহিকে ভালোবেসে ফেলেছিল ! অঘটন আরও ঘটে ! রুহির বাবার পুরানো ব্যবসায়িক শত্রুতার জেরে হঠাৎ একদিন সেই কুখ্যাত কালীশঙ্কর অতর্কিতে রুহীর ওপর আক্রমণ করে ! প্রথমে অচৈতন্য হয় এবং পরবর্তী সময়ে দেখা যায় যে, রুহীর স্মৃতিশক্তি লোপ পেয়েছে ।
এদিকে আবার আদি নিজ দায়িত্বে রুহীর সেবাযত্ন করে যাতে রুহী আবার আদিকে চিনতে পারে এবং অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে! আর তারপরেই ঘটতে থাকে বিভিন্ন ঘটনাপ্রবাহ ! রুহী কি সত্যিই আবার আদিকে চিনতে পারবে ? আর আদি কি আবার তার ভালোবাসা ফিরে পাবে ? জমে ওঠে ক্ল্যাইমেক্স ! টানটান উত্তেজনা, নিখুঁত চিত্রনাট্য ! তবে আদির ভূমিকায় অবতীর্ণ নবাগত মিত বড়ই আড়ষ্ট ! তবে রুহীর ভূমিকায় ঋত্ত্বিকা সেনের সাবলীল ও মর্মস্পর্শী অভিনয় মনে দাগ কাটে !
এছাড়াও ভালো লাগে বিশ্বজিৎ চক্রবর্তী, এবং মৌসুমী সাহা, খরাজ মুখোপাধ্যায় এবং অরুণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দর অভিনয় ।জয় - অঞ্জনের সঙ্গীত পরিচালনায় কুমার শানু এবং জুবিন গর্গের কন্ঠে অ-সা-ধা-র-ণ গান এই সিনেমার সম্পদ ! তবে নির্দেশক সঞ্জয় দাসকে এখনও কিছু ফাঁক ফোকর ভরাট করতে হবে ! তবে মোটের উপর নির্দেশক সঞ্জয় দাস সসম্মানে উত্তীর্ণ ! সময় যতই গড়িয়েছে, সিনেমার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সিনেমাটি ততোই যেন উপভোগ্য হয়েছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন