![]() |
শ্যামলী গাঁ : পুষ্পজিৎ পতি |
তোমার নিবিড় সান্যিধ্যে বড় হয়ে ওঠা, তোমার স্পর্শে সোঁদা গন্ধ এখনো মাতাল করে...
তোমার সুডৌল পেলবতা অবস করে আমার অতি চিন্তার আকাশ টাকে, তোমার স্নিগ্ধতা আমাকে কাছে টেনে জড়িয়ে নেয় পরম আদরে,
ওগো মায়াবিনী...
তোমার ইঙ্গিতঘন ঘন-শ্যামল দেহে হারিয়ে যেতে ইচ্ছে হয়.....
ইচ্ছে হয় তোমার গভীরে ডুবে যেতে...
হে রূপ পসারিনী...
পলাশ আগুনে ছাই হয়ে এ মন উড়ে যায় বটের ছায়ায়, তারপর অশত্থের মর্মর শব্দে প্রাণ ফিরে আসে শিমুল ছোঁয়ায়...
ওগো অহং ঘাতকীনি...
সতৃষ্ণ হিয়া খুঁজে ফিরে তোমায়.....
তালপুকুরে কলমি বনে, কখনো শালুকে অথবা শুষনি ঝিলে...
কখনো বন পড়াশি কিংবা শালের ফুলে, অথবা হাঁসা ডুঙরি, কিংবা শিউলী ভোরে...
ওগো বহুরূপি.....
খুঁজি, খুঁজে ফিরি তোমায়...
রাঙামাটির পথে পথে, সবুজ ধান-খেতে, অথবা, কাশের বনে ঝির ঝির বয়ে যাওয়া ওই নদীর পাড়ে, অথবা পল্লীবধূর সাঁঝ প্রদীপে, কিংবা ঝিঁঝির ডাকে....
তুমি লাস্যময়ী অয়ী, আমার মনহরা রূপসী কায়া বহুচারিনী গাঁ.... আমার মানুষত্যের জন্মদাত্রী মা....
1 Comments:
অসাধারন লাগলো।
একটি মন্তব্য পোস্ট করুন