![]() |
আমিই সেই : সুকান্ত পাল |
আমি নারী ! অবলা ? আমিই
তোমার জননী , ভগিনী
তোমারই জায়া তোমারই ভোগীনি
দুহিতা , কামিনী ও বটে।
কি ? আমি ? আমি পতিতা ?
তোমারই লালসায় আমিই ধর্ষিতা!
কুলটা ! আঃ মরি ! কত অবিধা !
কিন্তু কার পতনে আমি পতিতা
কার পাশবিকতায় আমি ধর্ষিতা ?
কার ভোগে আমি ভোগীনি ?
ভ্রুণহত্যা পাপে আমি একা পাপী?
হত্যাকারিনী ? বীজ ছাড়া ফলে কি ফসল?
জানি তুমি নিরুত্তর রবে।
অথচ যখন আমি কলেজের পথে
ভিড় ঠাসা বাসে , রাজপথে—
কারো দৃষ্টিতে “কী দারুন------”
তুমিই বিচারক ! বিচার কর
আমার সতীত্তের? ডাইনি অপবাদে
হতে হয় গ্রামছাড়া । ইতিহাসে পুরাণে
কতবার—কতবার পাঠালে অন্ধকার
কারাকক্ষে , বনবাসে!কিম্বা পাতালে!
তবু আমি নারী। আমারই মায়ায় মমতায়
তুমি বাঁধা । তোমার আনন্দ -লীলাসহচরী
—সে ও আমি। আমার গর্ভে তুমি
ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ । আমার স্তন্যে তুমি
লালিত । আমিই মহাকাল রূপী রুদ্রানী
আদ্যাশক্তি মহামায়া দূর্গে দুর্গতিনাশিনী-
চন্ড মুন্ড নাশিনী মহাকালী মুন্ডমালিনী।
আমিই লক্ষ্মী- বরাভয়প্রদায়িনী , কাত্যায়নী
অশুভ শক্তিনাশিনী। আমি নারী। আমি
হরপ্রিয়া — হরিপ্রিয়া ও বটে। আমিই প্রকৃতি
আমারই বুকে সেজে ওঠে সবুজ সংসার
সাগরের সাদা ফেনা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন