![]() |
তোমার মুখ : বিষ্ণু পদ মাহান্তি |
তোমার মুখ_
সামান্য ব্যস্ততার মাঝে
বিষন্ন বেলা শেষে
হারানো সুখের স্বর্গ খোঁজে।
তোমার মুখ"_
অরুণাচলের তরুণ সূর্যে
চন্দ্রগুপ্তের অধীর বীর্যে
সম্মিলিত মানবের নিশান ধবজে
আকার খোঁজে।
তোমার মুখ_
আকাশের ধোঁয়াশায় আবছা রঙে
সিন্ধুর উচ্ছল নিটোল তরঙ্গে
হারিয়ে যায় অসীমের সঙ্গে।
তোমার মুখ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন