তোমার মুখ : বিষ্ণু পদ মাহান্তি

তোমার মুখ : বিষ্ণু পদ মাহান্তি
তোমার মুখ : বিষ্ণু পদ মাহান্তি

  তোমার মুখ_
সামান্য ব্যস্ততার মাঝে
বিষন্ন বেলা শেষে
হারানো সুখের স্বর্গ খোঁজে।

   তোমার মুখ"_
অরুণাচলের তরুণ সূর্যে
চন্দ্রগুপ্তের অধীর বীর্যে
সম্মিলিত মানবের নিশান ধবজে
আকার খোঁজে।

    তোমার মুখ_
আকাশের ধোঁয়াশায় আবছা রঙে
সিন্ধুর উচ্ছল নিটোল তরঙ্গে
হারিয়ে যায় অসীমের সঙ্গে।
           তোমার মুখ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.