.... এবং পুরুষদের স্বার্থে : পিনাকী চৌধুরী

.... এবং পুরুষদের স্বার্থে : পিনাকী চৌধুরী 
.... এবং পুরুষদের স্বার্থে : পিনাকী চৌধুরী 

১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস । আর আমাদের পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু এই একবিংশ শতাব্দীতেও নির্যাতনের শিকার ! হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ! এবং আমাদের ভারতবর্ষে সেই অর্থে পুরুষের জন্য সেরকম কোনো আইন নেই ! তাহলে উপায় ? কলকাতারই  নন্দিনী ভট্টাচার্য হলেন অল বেঙ্গল মেনস ফোরামের সভানেত্রী ! মূলত অনেকদিন ধরেই নন্দিনী ভট্টাচার্য পুরুষদের স্বার্থ সুরক্ষিত রাখতে অবিরাম কাজ করে চলেছেন ! আর আমাদের সমাজে শুধুমাত্র মহিলারাই নির্যাতনের শিকার হন না, অনেক পরিবারে, এমনকি কর্মস্থলে পুরুষরাও নির্যাতিত হচ্ছেন! আর স্রোতের বিপরীতে অবিরত কাজ করে চলেছেন নন্দিনী দেবী ! গত ১৭ নভেম্বর সল্টলেকে নন্দিনী ভট্টাচার্য একটি বর্ণাঢ্য বাইক মিছিলের আয়োজন করেন !

অল বেঙ্গল মেনস ফোরামের আয়োজনে সেই সুশৃঙ্খল বাইক মিছিলে বিধাননগর পুলিশ পর্যন্ত অংশগ্রহণ করে এবং কমবেশি ৭৫ টি বাইক সেই মিছিলে ছিল । কথায় কথায় নন্দিনী ভট্টাচার্য এই প্রতিবেদককে বললেন " আমি চাই নারী দিবস, শিশু দিবসের মতো পুরুষ দিবসের তাৎপর্যও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করুক ! 

আর অত্যাচারীত পুরুষদের পাশে দাঁড়িয়ে আমরা এই বার্তাটি দিতে চাই যে, শুধুমাত্র মহিলাদের নয় , পুরুষদের প্রতিও অত্যাচার এইবার বন্ধ হোক ! " কিন্তু বাস্তবটা যে বড়ই রুক্ষ ? প্রতিবেদকের এহেন প্রশ্নের জবাবে নন্দিনী দেবী বললেন " হ্যাঁ, সেজন্যই আমি আপামর জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ চাইছি এই ব্যাপারে "! আর সেকথাই মাথায় রেখেই অল বেঙ্গল মেনস ফোরাম গত ১৮ নভেম্বর গড়িয়াহাটের উড়াল পুলের নীচে ' পুরুষ তোমার জন্য' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল । আর বৈচিত্র্যে, বিন্যাসে সেই ব্যতিক্রমী অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে এমনকি বর্ধমান জেলা থেকেও বহু মানুষ সেখানে সমবেত হন ! এবং অবশ্যই পুরুষদের স্বার্থে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং মতামত ব্যক্ত করেন । শুধু কি তাই ? নন্দিনী ভট্টাচার্যের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার বিভিন্ন বেসরকারি নার্সিং হোম পুরুষদের রোগ নিরাময়ের জন্য বিভিন্ন প্যাকেজের ওপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে ! হ্যাঁ, নন্দিনী ভট্টাচার্যের নিরলস প্রচেষ্টায় আজ পুরুষদের স্বার্থ কিছুটা হলেও রক্ষিত হয়েছে ! আর পুরুষদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে নন্দিনী ভট্টাচার্য ভবিষ্যতে আরও বৃহত্তর ক্ষেত্রে হয়তোবা উন্নীত হবেন ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.