![]() |
পাতালকন্যা : বিদিশা সরকার |
পরতে পরতে অন্ধকার
অন্ধকার পেরিয়ে আরও অন্ধকারেই
অস্তিত্ব জানান দিচ্ছে , অথচ
খিদের কথা বলতে নেই
গাছকেও নয়
যারা সূর্যের আলোর কিঞ্চিৎ ও পায়নি
সেই ক্লেদ ভূমিতে শুয়ে রয়েছে পাতালকন্যা
ভোর হলে সিন্দুকের ঢাকনা খুলে যায়
ভাঁড়ারের অনটনে অন্নপূর্ণা পুজোয় আতিথ্যে
ভাসানে একবারও তোমাকে দেখিনি
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন