![]() |
না বলা কথা : অসীম মাহাত |
প্যান্ট পরো আর যাই পরো
বা পাশ্চাত্য ভাষায় কথা বলো,
হেসে আঁত ছিঁড়ছো কেন?
ও তো অভিনয়, ড্রামা,নাটক - নাটক !
অঙ্গভঙ্গির কায়দায়-কৌশলে ভেঙচি কাটছে,
বিষয়বস্তু জানো কী ?
'আমরা'।
'আমি' সভ্য বিলিতি চুপসে গেলাম,
আহা তোমরা খুব বোকা গো, খুব বোকা !
আমাদের দেশে এ রকম হয় না ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন