![]() |
স্মৃতির পাতা থেকে : সোনালী মুখার্জী |
জীবনে প্রথম ভালোবাসা এসেছিলো
তোমার হাত ধরে ..
তখন কিশোরী বয়সের সদ্য মনের ভিতর
প্রেমের আগুন ..কেমন যেন গুমরে মরে ..
তুমি কখনো তাকাওনি ..
কখনো বোধয় ভাবও নি আলাদা করে
আমার কথা ..
সেসব এখন অবশ্য অতীত স্মৃতি ...
গল্প কাহিনী ..
তোমার উদাত্ত গলার স্বর ..তোমার কথা
বার বার মুগ্ধ করতো আমায় ..
ভেসে যেতাম স্বপ্নে তোমার ..
তোমায় ভেবে কাটতো সময় ..
হয়তো মনের বৃষ্টি ফোঁটায় ..
ভিজতে তুমি মনের কোনায় ..
তখন ...তোমায় ঘিরে মনের ঘরে
ভালোবাসা বসত করে ..
ভালোবাসা ভালোলাগা
সব ই তখন ছেলেখেলা ..
এখন সেসব মনের ভিতর
হাসি হয়েই ঝড়ে পড়ে ..
এখন ভাবি ...কেমন বোকা ছিলাম আমি
কেমন হাঁদারাম ..
তখন অপাত্রে সব দান করেছি ...
এমন ই অকৃপণ ...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন