![]() |
মোরা এমনি আছি ভালো : বি পি মাহান্তি |
ঐ দ্যাখ কাঁসাই হাইসছে কেমন।
বিরিজটার পাসেলে ওয়াকে লাগছে,
বিটি ছানা যেমন।
মোদের পুরুল্লার বাজারে কলা আর লিচু
আসে কুথা বিদেশ থিকে।
মুবাইলের টাওয়ার টার ঠিনে দাঁড়ালে
বেজায় লাগে রাগ।
শুন্যেছি চটিছানা গিলা মরে নকি উটার জন্যে।
এক রোজ কইলকাতার বাবু
হাঁসে দিলো হামার কথা শুন্যে।
বলে মোরা নকি বেজায় অসভ্য
বলে মোদের ঘরে নবজাগরণ ঢুকে নাই।
হামি আর পালি নাই বুঝে
উটার মানে কি।
যদি বলে ভোর রাইতে ঘুমাই উঠা
সেটাতো মোরা রোজই উঠি।
সেই ভোরে উ বাবুরা দেখেছে কি?
কুয়াশের শাড়ি পরা মোদের পুরুল্লাকে।
দেখেছে কি শীত ভোরের
আঁইশ ঢাকা দুবঘাসের ডগ গিলান
কেমন করে চিকি চিকি?
ধামসার তালে তালে মহুয়ার নেশা দেখেছে কি?
উয়ারা নকি সভ্য
তাহেই তো মাটির উপর পা নাই পড়ে।
উদের নকি নবজাগরণ ঘইটেছে
তাই ভোরের আকাশ নাই দেখে।
নাই বাবু মোদের নাইখ দরকার
মোরা এমনি আছি ভালো।
সকালে গরুচরা আর বিকালে পরব দেখা
ইতেই মোদের জীবন চলে ভালো।
1 Comments:
Fantastic... Carry on
একটি মন্তব্য পোস্ট করুন