![]() |
নির্বিষ, মায়া ছোবল : পুষ্পজিৎ পতি |
চলো'রে মন উজান স্রোতে,
মাঝি ক্লান্ত টেনে হাল.
জীবন পথে কাঁটাই বেশি,
হাওয়ায় দুলে না পাল.
অন্ধকারে ফুটেও সে যে,
ছড়ায় নীরবে গন্ধ.
রাজনীগন্ধা হাসনুহানা আর,
টগর চামেলী নয় মন্দ.
মন যে আমার উচাটন ওরে,
করুণ শুরে কাঁদে.
ভিকারী বেসে সুশীল তোরে,
ডোবায় ছলনা ফাঁদে.
নির্বিষ সব স্বাপদ আজিকে,
বিষধারী নাগ গোখরো.
মোহের পিত্ত বসায় ছোবল,
মনুরাজ করে টুকরো.
আকাঙ্খা সেতো নিঠুর নেশা,
মনেতে আঁকে ছবি.
হাতে নয় পাতে মায়াজাল,
ডেকে আনে যুব'নবী.
সিদ্ধ-পুরুষ শুধুই সিদ্ধ,
সাধনার পনে শুন্য.
মায়ের কোলে মৃতশিশু কন্যা,
সমাজ'কে বলে ধন্য.
মাটির ঠাকুর বাঁশের তাঁবুতে,
ভগিনী পড়শী কোলে.
বৌয়ের চোখে বাসি কাজল,
কোটি টাকার প্যান্ডেলে.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন