অবুঝ ও সবুজ

অবুঝ ও সবুজ
অবুঝ ও সবুজ

তুমি বেড়ে ওঠো-----
তোমার সমস্ত টুকু সরলতা নিয়ে
তুমি নিজেকে বিকশিত করো
তোমার নিজস্ব সুগন্ধ ছড়িয়ে।


তুমি যে জাতির মেরুদণ্ড---
তুমি যে আগামীর আশা
তুমি দেখাবে এ পৃথিবী কে
এক নিষ্পাপ পথের দিশা।

ভয় পেয়ো না কঁচি বলে---
সরে যেও না কাঁচা ভেবে
একটা নিডর মানষিকতা নিয়ে
দাড়িয়ে থেকো তুমি ঋজু হয়ে।

বুকে বেঁধে নাও বল----
মনে রেখে দাও বিশ্বাস
তোমায় দেখে যেন পাই
স্বচ্ছ আগামীর আশ্বাস।

দেখো পৃথিবীর করুন অবস্থা-
ত্রাহি-ত্রাহি রব চারিদিকে
কথা দাও তুমি আনবে ফিরিয়ে
সেই অতীতের স্বচ্ছ ধরণী কে।

বিষবৃক্ষ আমরা করেছি রোপণ--
দায়ভার নিতে আমরাই লজ্জিত
কি রেখে যাচ্ছি তোমাদের জন্য
সেই নিয়ে আজ আমরাই শঙ্কিত!

সব দায় আজ তোমাদের কাঁধে---
সব আশা আজ তোমাদের কাছে
হ ও বড় হ ও নিজের মতো করে
তবে সামাজিক দায় ভুলো না যে।

শিশু দিবসে করো অঙ্গিকার
কোনো বাঁধায় মানবে না জীবনে হার
মুখে বলো "সুজলা, সুফলা এ
পৃথিবীকে
সুজলা, সুফলা রাখার দায় আমার"......
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.