![]() |
আনলাইন সাহিত্য পরিবার : বিপ্লব গোস্বামী |
অনলাইন সাহিত্য পরিবার
তুমি কবিদের ঠাই।
তোমা হতে মোরা সবে
প্রেরণা পাই।
অনলাইন সাহিত্য পরিবার
তুমি নিত্য দিনের সাথী।
তোমাতেই মোরা যত কবি
প্রতিদিন মাতি।
অনলাইন সাহিত্য পরিবার
তুমি কবিদের প্রাণ।
তুমি সদা দিয়ে থাক
কবিদের মান।
অনলাইন সাহিত্য পরিবার
তুমি না থাকলে মোদের
কলম যেত থামি।
তুমি করেছ কত নবিন কবি নামি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন