![]() |
বংশবৃদ্ধি আর মনোসংযোগ : অরুণ চক্রবর্তী |
বংশবৃদ্ধি নয় বংশশুদ্ধিতে মনোসংযোগের কথা কে শোনাবে
চোখে বাদশাহি চশমা
হাওয়ামাখা খোলা বুক দাঁড়িয়ে শেখায় ভালো থাকতে
মনের ছবিগুলো নিপুণ তুলিতে আঁকতে
তারা কি খোঁজ রাখে মনের ভেতর তারার সংখ্যা
কোনটা কখন জ্বলে কখন নেভে
মধ্যপ্রদেশ বাড়লে কঠিন মস্তিষ্ক ক্রমশ ঢালু হয়
উঁচু নীচু হয় নাভিদেশ
মনোসংযোগের ইউরিক অ্যাসিড
ভীষন কমে
পরিভাষায় যাকে বলে অস্বাভাবিক শারীরিক বিষছোবল
এই ছোবলের সিরাম খুঁজে যারা হয়রান
ভীষন সংকটে তারা তাদের পরিবার
মনোসংযোগের জড়িবুটি পাওয়া যায় বংশবৃদ্ধি কার্যালয়ে
উভয়সংকটে জ্যোতিষকুল
আগে পদক্ষেপ সীমান্তের শেষ স্তম্ভে তারপর লোকালয়ে
অনেক আলোচনা শেষে সিদ্ধান্ত স্বাস্থ্যপরীক্ষা আর ধ্যান শুরু হবে একসঙ্গে ঘন্টা বাজার সাথে
ঋষি হাজির থাকবেন গেরুয়া বসনে
চোখ দেখে ঠিক করবেন জরুরী কোনটা
পর্দায় ভেসে উঠবে বুঝি বংশবৃদ্ধিতে হিমোগ্লোবিন
আর মনোসংযাগে আখের ছিবড়ো রস---
রাগ করবে না কেউ
শরীরে,আগামী আট বছর জল জমিয়ে রাখবে
নাহলে ভূমিকম্প --
দার্জিলিং বুঝি এগিয়ে আসছে দীঘার নতুন সৈকতে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন