![]() |
তিয়াসার চিঠি : বিনন্দ বর্মন |
আমি আর আমাতে নেই
শুধু তোমারই জন্য বেঁচে আছি
হে কবি।!তুমি কেন এমন হলে
তিয়াসা তোমার তোমারই থাকবে
তিয়াসা তোমার প্রেম চায়নি,স্বীকৃতি চেয়েছে
তিয়াসা জীবিত তোমার চোখে
আসলে তিয়াসা অমানবী,অস্তিত্বহীন
তোমার চোখেই তিয়াসা মানবী,জীবিত
কি করে লেখো কবি!তিয়াসা জেগে আছে?
তিয়াসা তোমার মনন চিন্তনের খোরাক
তিয়াসা তোমার আপন কেউ কি?
সত্যিই যদি তিয়াসা তোমার জীবনে ফিরে আসে
বন্ধুত্ব নয় প্রেমিকা রূপে,তুমি নেবে কবি?
জানি পারবে না,বরং তিয়াসা তোমার মনন চিন্তনে ব্যস্ত থাকুক
তিয়াসা বেঁচে থাক তোমার কল্পনায়
কল্পনার বাইরেও যদি কিছু থাকে
তাই রেখো কবি!
তিয়াসা আস্তাকুরে নয় স্বপ্নবিলাসী
স্বপ্নের আতুর ঘরের পাহারাদার
তিয়াসার জীবন তোমার কাছে সমর্পিত
মানবী করে বাঁচাও কবি তিয়াসাকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন