তিনযাদুশব্দ১১: কিশলয় গুপ্ত

তিনযাদুশব্দ১১: কিশলয় গুপ্ত
তিনযাদুশব্দ১১: কিশলয় গুপ্ত

তিন যাদু শব্দের পাশে লিখেছি নাম
প্রনাম- ভালো থেকো প্রিযতম় চট্টগ্রাম।

আমি তো রাস্তাকে পথ ভেবে হাঁটি
আমি তো চিঠি চাপাটি ধরি শ্বাসে
বেহালায় ছড় টানে বাঙালি আমারি
বলে যায়- কেউ তো ভালোবাসে।

তারপর বিছানায় জমা হয় ঋন
আমি দূরে থাকি, আমি যে পরবাসি
এখন তোমাতেই থেমে থাকে দিন
কেউ আছে কাছাকাছি, পাশাপাশি

আমার শব্দেই থাক চিরকালীন বিশ্রাম
প্রনাম-ভালো থেকো প্রিয়তম চট্টগ্রাম
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.