বিকেলের পরে : লক্ষ্মী কান্ত মণ্ডল

বিকেলের পরে : লক্ষ্মী কান্ত মণ্ডল
বিকেলের পরে : লক্ষ্মী কান্ত মণ্ডল

ঝোপের মাঝে হাত বাড়িয়ে ফুল খুঁজতে থাকি
ভিজে যাচ্ছে যন্ত্রণা -  তাকে জাগাতে চাই না
আমি তো আহুতি দিচ্ছি না , দেব ধিকি ধিকি জ্বলন
খালি গা নিয়ে লোমশ আঁধার  - তারপর ইচ্ছা অনিচ্ছা
তেপান্তরের মতো অস্তিত্ব 
শরীরের বাইরে রাত  - মগ্ন নিজের ভিতর ঝিঁঝিঁ স্বর
হাওয়ায় ডালপালার শব্দে জড়িয়ে যাচ্ছে নিরাবরণ পথ
 
কাঁটা ফুটছে , আমার ফুল চাই ,  ছোঁয়া পেতে চাই মানুষের
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.