![]() |
মেহের আলি : সন্দীপ কুমার ঝা |
তোমার আলো ভেঙে ভেঙেই,আমার এ আঁধারের নির্মান।
চারদিকে ছড়ানো,এই প্রিয় সর্বনাশ।
আমাকে ছুঁয়ে দেখতে চেয়ো না। চলে যাও।
চলে যাও। আমি তো আমারই অতিকায় দানব।
আমাকে দূরে রাখো। অচ্ছুৎ!
সব স্পর্শ থেকে,আমাকে দূরে রাখো,বেল্লিক!
তুমি তো জানো-ভালোবাসা বিদ্যুৎ।
তাই ফিরে তাকিও না। তফাৎ যাও!
মেহের আলি মাঝরাতে আজও চিৎকার করে
-"সব ঝুট হ্যায়"!
কিন্তু সব তো 'ঝুট' নয়!
চলে যেতে যেতে,কেউ একবার পিছু ডাকলে,
এখনো তো সব অন্ধকার গলে যায়, ধ্বসে যায়!
এই আয়ু শতাব্দীর শেষেও,ভালোবাসার কত পাঠ যে,
'আউট অব সিলেবাস' রয়ে গেল,
মেহের,আমাদের জানা হল না!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন