![]() |
বিনন্দ বর্মন |
প্রেয়সী
তোমার কোলে মাথা রেখে
কিছুক্ষন অবসর যাবন
থমকে যাওয়া সময়ে
দেখলাম অদৃশ্য ভালোবাসার অসীম রূপ।
মনে হলো কত কিছুর থেকেই আমি মুক্ত
মলিন ইতিহাস চঞ্চল হয়ে ওঠে
ভবিষ্যতের জমিতে ফসল ফলাবে বলে
বাস্তবও ইতিহাস হতে চায়
সময়ের অবসানে তোমাকে পেয়ে।
একটা নবযুগের সূচনা হলো
রং-তুলির অক্লান্ত পরিশ্রমে
হয়তো কল্পনায় এতোদিন তোমাকেই
এঁকে গেছি!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন