![]() |
অরুণ চক্রবর্তী |
নির্দেশঘন্টা
উত্তাল সমুদ্র থেকে তুলে এনেছো প্যারিসের ঢেউ
সেই ঢেউ আঁচলে রেখে সৃষ্টি করেছো উত্তাপ
উত্তাপে শুকিয়েছ সব সিক্ত
অহংকার
কোনো গুহাচিত্র ছিল না
সব ছবিই প্রকাশ্যে দিনের আলোয় সহজ হাসিমুখ--
নীরোর কথা শুনিয়েছিলে বিগত শীতে নীল সমুদ্রের ধারে পাশাপাশি বসে
তার ভুরু টেনে হেচড়ে যে অজগর এঁকেছিলে
সে এখনো উদ্ধত ফণা তুলে ফোঁস করছে অবিরাম--
বিষে বিষক্ষয় অবলীলায় নিশ্চিন্তে ঘুমিয়ে ঋতুগুলো ভুলে গেছে যারা
তাদের জন্য অজগরের চেয়েও বিষময় কাল সর্প ধরে আনো,
বানাও একটা জতুগৃহ
বিষ আর আগুনে জ্বলে যাক শব্দের সব ফুটন্ত জ্বালা--
তুমিই পারো চোখের লাল আগুন সপাটে
আটলান্টিক মহাসাগরে ছুড়ে ফেলতে
বাকি কুশিলব ছুটবে আগুনের গোলায়--
সব কিছুই ঠিকঠাক চলার আকাশভেদী গর্জন শান্ত করতে পারে
তোমারই চুম্বনভেজা উত্তাল ঢেউ--
মিছে দেরী নয়,নির্দেশঘন্টা অদূরেই বাজছে জোড়ে--
আঁচলের উষ্ণতা ভয়ানক নির্দয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন