তিনজাদুশব্দ২৬ : কিশলয় গুপ্ত

তিনজাদুশব্দ২৬ : কিশলয় গুপ্ত
তিনজাদুশব্দ২৬ : কিশলয় গুপ্ত

দখিন জানলায় সুখ করেছি চয়ন
আমার বুকের ভাষা মোটা সুতায় বয়ন
স্পর্শে যত হর্ষ আর কষ্ট চুকে যায়
ও আকাশ তুই আজকে বুকে আয়।

ঘুলঘুলিতে শোক রেখেছি তুলে
আমি রুমাল বাঁধি পুরুষালী মাস্তুলে
পালের ভিতর ব্যস্ত হাওয়া হঠাৎ ঢুকে যায়
ও নদী তুই আজকে বুকে আয়।

কোথায় আমার ভিনদেশী সেই তারা
দিশাহারা একদম না দু'হাতে আশকারা
বল যে হাড়ে কলজে রে কত সুখে খায়
ও মেয়ে তুই আজকে বুকে আয়।

                             
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.