করোনা বিষয়ে ডাঃ সুদীপ রায়ের মুখোমুখি পিনাকী চৌধুরী


করোনা ভাইরাস সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী। এ হেন উদ্ভূত পরিস্থিতিতে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ রায়ের মুখোমুখি পিনাকী চৌধুরী


প্রশ্ন-১) - ডাঃ রায় , আজ প্রায়  ছয় -সাত মাস অতিক্রান্ত হল এই করোনা সংক্রমণের! কি বলবেন ?       

সুদীপ রায় -  দেখুন করোনা সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী দেশে তো বটেই এমনকি রাজ্যেও । তবে যেহেতু ওয়েভ বেশি, সেহেতু এইবার সংক্রমণ কিছুটা হলেও কমবে !"

              
প্রশ্ন -২) -  ইদানিং বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বেশি বিলের অভিযোগ সামনে আসছে। আপনার মতামত কি ?"       

 সুদীপ রায় - " আংশিক সত্য। তবে যেহেতু বেসরকারি হাসপাতালগুলো তেমন ভাবে ভর্তুকি পায়না, তাই কিছুটা হলেও খরচসাপেক্ষ এই রোগের চিকিৎসা ! "             

 প্রশ্ন-৩) - এইরকম পরিস্থিতিতে ট্রেন চালু করবার কথা হচ্ছে ! তখন কি হবে ?"        

সুদীপ রায় - দেখুন, ট্রেন চলাচল শুরু হলে সংক্রমণ আবারও বাড়তে পারে ! বিশেষ করে কিছু নির্দিষ্ট জেলায় ‌। তবে আপাতত কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগণায় সংক্রমণ কিছুটা হলেও কমবে !"              

প্রশ্ন -৪)-। আপনি তো সামনের সারিতে দাঁড়িয়ে COVID 19 এ আক্রান্ত রোগীদের চিকিৎসা করেছেন।  আপনার অভিজ্ঞতা একটু বলুন প্লিজ !  "                    

সুদীপ রায় :-" আমাদের কাছে যেসব রোগীরা এসেছেন, তাঁদের বেশিরভাগই মরণাপন্ন! এছাড়াও তাঁরা অন্যান্য রোগেও ভুগছেন। তাই যথেষ্ট গুরুত্ব সহকারে এবং অবশ্যই কেয়ার নিয়ে তাঁদের চিকিৎসা করতে হচ্ছে। কিছুক্ষেত্রে দেখা গেছে যে, রোগী সুস্থ হয়ে উঠছেন, আবার অনেক সময় রোগী মারাও যাচ্ছেন !"                     

প্রশ্ন-৫):-। কিন্তু এই রোগের তো কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই ! আপনারা কি করেন তখন ?"                    

সুদীপ রায় :-" হ্যাঁ, একদমই তাই। তবে রোগীর জ্বর থাকলে প্যারাসিটামল এবং সর্দি কাশি থাকলে এ্যজিথ্রোমাইসিন দিই ! এছাড়াও ভ্যেন্টিলেশনের ব্যবস্থাও করা হয় !"            

 প্রশ্ন -৬):-।   যতদূর জানি যে, বর্তমানে প্রতি ১০০ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ৮০ জন হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং বাকি ২০% রোগী সরকারি অথবা বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ! আপনি কি বলবেন ? "       

 সুদীপ রায় :-" সঠিক তথ্য ! বাস্তবে যেসব করোনা পজিটিভ রোগী উপসর্গ হীন অথবা যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁরা কিন্তু নিজ গৃহে থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন ! "       

 প্রশ্ন-৭):- " মাস্ক ব্যবহার করা কি এখনও আবশ্যিক ? "         

 সুদীপ রায় :- " অবশ্যই। তবে স্বাস্থ্যকর্মীদের জন্য N-95 মাস্ক ব্যবহার করা উচিত । এবং জনসাধারণের জন্য সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা উচিত!"              

প্রশ্ন -৮):- " ইদানিং রাস্তা ঘাটে যত্রতত্র হ্যান্ড স্যানেটাইজার বিক্রি হচ্ছে। কতোটা নিরাপদ সেগুলো ?"।                

সুদীপ রায় :-" একেবারেই নিরাপদ নয় । মনে রাখবেন, যেসব হ্যান্ড স্যানেটাইজারে নূন্যতম ৭০% এ্যলকোহল রয়েছে, শুধুমাত্র সেগুলোর দ্বারাই জীবাণু ধ্বংস করা সম্ভব ! "         

প্রশ্ন-৯):- "। অতিরিক্ত হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করলে কি চর্মরোগ হতে পারে ?"          

সুদীপ রায় -" হ্যাঁ ! অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় !"       

 প্রশ্ন -১০):-  করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে আপনার অভিমত কি ?"          

সুদীপ রায় :- " করোনা ভাইরাসের ভ্যাক্সিনের জন্য আমাদের ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ! যদিও ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন' এর তৃতীয় ধাপের ট্রায়াল চলছে, কিন্তু তারপরেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য সময় প্রয়োজন ! এটা কোনো ম্যাজিক নয় !"

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.