![]() |
সৈয়দ সওকাত হোসেন |
আবার পাঁজরার হাড়গুলি কাঁপিয়ে
মেঘেদের হুঙ্কার
সমস্ত আকাশ ভেঙে পড়েছে পৃথিবীর নগ্ন বুকে
শ্রাবণের ভেজা চাঁদ মেঘের আঁচলে মুখ লুকায়
বিজ্লীর জরিন ফিতায় বাঁধবে খোঁপা
তারারা সব ঘুমিয়ে নতুন স্বপ্ন দেখার আশায়
বাতাসে মিঞা তানসেন
নরম আঁধারে রাগ বাগেশ্রী
শুরু বৃষ্টির উৎসব ...
ঘাস ফুলের গন্ধ আছড়িয়ে পড়ে
আমার সারা ঘরে
জোনাকিরা দেয় হাততালি
তোমার বাতি নিভিয়াছে
অশ্বথের বিশ্বস্থ ডালে অভিমানী চাতক
আড়চোখে বিদ্রূপের হাসি
আজ আমিও একা আর তুইও একা !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন