 |
গৌতম গুহ রায় : রুদ্রাসাগর কুন্ডু |
গৌতম গুহ রায় : রুদ্রাসাগর কুন্ডু
গৌতম
গুহ রায়। বাবা, প্রয়াত পরেশ চন্দ্র গুহ রায়। মা, মাধবী গুহ রায়। আদি
নিবাস বাংলাদেশে ঢাকা বিক্রমপুরে। জন্ম, ২৩ জানুয়ারি ১৯৬৪ সালে।
তিস্তাপারের জলপাইগুড়ি শহরে। আনন্দচন্দ্র কলেজ থেকে স্নাতক, তার পর
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পেশায় ব্যাংক কর্মী।
বামপন্থী ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ। বর্তমানে নানান সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থা থেকে সাহিত্যের কর্মী। ১৯৭৮ এ নবমশ্রেণিতে পাঠরত অবস্থায় বন্ধুরা মিলে প্রকাশ করা হয় লিটল ম্যাগাজিন `দ্যোতন'। ৪০ বছর ধরে আজও তা প্রকাশিত হয়ে আসছে।
প্রথম কবিতার বই, সাপ স্বপ্ন সহবাস। ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এর পর একে একে দাহ্য বৃষ্টির কবিতা, কুয়াশা উড়ন্ত ঝাঁপি, নির্বাচিত কবিতা ইত্যাদি প্রকাশিত হয়।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন