অভীককুমার দে : রুদ্রসাগর কুন্ডু

অভীককুমার দে





অভীককুমার দে : রুদ্রসাগর কুন্ডু

অভীককুমার দে। দক্ষিণ ত্রিপুরার চরকবাই গ্রামে জন্ম, ৪ঠা জানুয়ারী ১৯৮২ সালে। শ্রী রমানাথ দে ও শ্রীমতী অর্চনা দে'র তিন সন্তানের দ্বিতীয়। শিক্ষা বিজ্ঞান নিয়ে স্নাতক। রেডক্রস সোসাইটি, নেহেরু যুব কেন্দ্র সংগঠন, নিফা'র পাশাপাশি অনেকগুলো সামাজিক সংস্থার সাথে যুক্ত। তাছাড়া 'সত্য বলছি' বাংলা সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক।

বইপত্রের কথা

নবম শ্রেণী থেকেই এলোমেলো শব্দপথে চলন।স্থানীয় ম্যাগাজিনে লিখেই আত্মপ্রকাশ।

কাব্যগ্রন্থ :
স্রোত প্রকাশনা থেকে 'আমি হবো নতুন পৃথিবী' কাব্য সংকলন প্রকাশের মাধ্যমে কবিতার জগতে পদযাত্রা। তারপর 'আত্মগুঞ্জন'। নিজস্ব যাপনেরই ধ্রুবপাঠ। যদিও প্রত্যেক কবিতা নিজস্ব স্বকীয়তায় সবার জীবনের না বলা সুপ্ত বোধের প্রাজ্ঞ অনুভবের গভীর আত্মকথন নতুন আঙ্গিকে প্রতিবাদে সোচ্চারিত হয়েছে এবং হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সংকলন 'ভোমরামেঘের ডাঙা'। ভিন্ন স্বাদের একেকটি কবিতা চাপা অভিমান ও প্রতিবাদ মুখরতায় মুখরিত।

যৌথ কাব্যগ্রন্থ :
(১)'সমকালীন ত্রিপুরার পনেরজন কবির কবিতা'।
(২) 'ত্রিপুরার তরুণ কবিদের কবিতা সংকলন।

কবিতার পাশাপাশি গল্পও লেখা হয়। '৫৪জন গল্পকারের ২১৬টি অণুগল্প' নামক একটি যৌথ অণুগল্প সংকলন রয়েছে।

লিটল ম্যাগাজিন :
সমভূমি।

সম্মান ও পুরস্কার :

স্রোত আয়োজিত আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন সম্মাননা- ২০১৬

পত্রদূত স্মারক সম্মাননা- ২০১৭

সৃষ্টিলোক সম্মাননা- ২০১৭

ভারতীয় বিকাশশীল লেখক কতৃক সম্মানিত- ২০১৭

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র কতৃক সম্মানিত- ২০১৭

বরমা বৈশাখী মেলা কতৃক সম্মানিত- ১৪২৪

সৃজন সাহিত্য সম্মান- ২০১৮

উষসী সাহিত্য- সংস্কৃতি পর্ষদ কতৃক সম্মানিত- ২০১৮

পত্রদূত স্মারক সম্মাননা- ২০১৮

শব্দকোষ সম্মান- ২০১৮

স্রোত পরিবার সম্মাননা- ২০১৮

ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড কতৃক সম্মানিত- ২০১৮

আন্তর্জাতিক ভাষা চর্চা স্মারক সম্মাননা- ২০১৯

আন্তর্জাতিক ভাষা স্মারক সম্মাননা- ২০১৯

স্রোত রজতজয়ন্তী প্রকাশনা উৎসব- ২০১৯

স্রোত পরিবার সম্মাননা- ২০১৯


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.