অমিয় কুমার চৌধুরি


কবি, সাহিত্যিক ও সাংবাদিক অমিয় কুমার চৌধুরি রং জন্ম অধুনা বাংলাদেশের নওগাঁ জেলার ইকরতারা গ্ৰামে ২রা আগষ্ট , ১৯৫৮ তারিখে। পাঁচ বছর বয়সে বাবা, মা'র সঙ্গে ভারতবর্ষে চলে আসা। অধুনা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদ পুর শহরে বসবাস। ১৯৮৩ সালে মালদা জেলায় গ্ৰামীন গ্ৰন্থাগারে গ্ৰন্থাগারিক পদে চাকুরী জীবন শুরু। গত ২০১৮ সালের আগস্ট মাসে চাকুরী জীবন থেকে অবসর গ্ৰহন করেছেন। বর্তমানে বুনিয়াদ পুর শহরেই স্থায়ী ভাবে বসবাস করছেন।
চাকুরী জীবনের শুরুতে কবিতা ও গল্প লেখা শুরু। গ্ৰন্থাগারে নিয়মিত  দেওয়াল পত্রিকা সম্পাদনা করেছেন। ১৯৯৬ সালে বুনিয়াদ পুর শহরের থেকে 'রুদোক' নামে একটি সাপ্তাহিক সংবাদ পত্র প্রকাশ করতে থাকেন। বর্তমানে সেটি পাক্ষিক সংবাদ পত্র হিসাবে প্রকাশিত হয়ে চলেছে।
২০০৬ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ফিরে এসো উজ্জ্বল রোদ্দুর প্রকাশিত হয় কোলকাতা থেকে। পরের বছর প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ 'আকামানো ও এই সময়ের গল্প'। ২০১৭ ও ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় কাব্যগ্রন্থ যথাক্রমে 'ঝলসে যাওয়া স্বপ্ন দুয়ার' ও 'অবসরের ফুটপাত কথা বলে' প্রকাশিত হয়। দ্বিতীয় গল্পসংকলন প্রকাশের পথে।
গত ১৭.৪.২০১৮ তারিখের দেশ পত্রিকায় 'রাস্তা' নামক কবিতা প্রথম প্রকাশিত হয়। কোলকাতার কলেজ স্ট্রিট থেকে প্রকাশিত 'সৌরভ' পত্রিকায় প্রকাশিত 'ফসিল' নামক কবিতা ২০০৫ সালে পুরস্কৃত হয়। ২০০৪ সাল থেকে 'চষেল' নামক সাহিত্য পত্রিকা সম্পাদনা করে চলেছেন। ১৯৯৮ সালে প্রথমবার 'শনিবারের মজলিস' নামে সাহিত্য চর্চা কেন্দ্র পরিচালনা করেছেন। পরবর্তীতে সেটা 'বুনিয়াদপুর সাহিত্য বাসর' নাম ধারন করে এখনো এগিয়ে যাচ্ছে। বর্তমানে বুনিয়াদ পুর তথা দক্ষিণ দিনাজপুর জেলার সাহিত্য চর্চার প্রাণপুরুষ।


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.