পিতা - শিশু সাহিত্যিক স্বর্গত ড. প্রভাস রঞ্জন দে। মাতা - ছন্দা দে। শিক্ষা - কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পেশায় - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। স্কুল জীবনে লেখা শুরু। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখক। লেখার জন্য ‘সাহিত্য রত্ন সম্মান-২০০৯’, ‘নির্মল কৃষ্ণ মুখার্জী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি’, ’ছোট পত্রিকা সমন্বয় সমিতি স্মারক’, ‘অশনি সংকেত স্মারক’ পুরস্কার, ‘আত্মদ্রোহ সাহিত্য কৃতি সম্মান ২০১৬’,ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কমপেন্ডিয়াম, নিউ দিল্লী থেকে ’লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার বিজেতা। সারা বাংলা ছোট গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী। প্রকাশিত বই – ‘বিচ্ছিন্ন দ্বীপের ক্যানভাস’ (গল্প সংকলন) ও ‘এবং তুমি ও সবুজ স্বপ্নরা’ (কবিতা সংকলন)। এক সময় দুটি পত্রিকার সম্পাদনা করেছেন - ‘প্রয়াস’ এবং ‘এই সরসুনা’ । এখন দুটি পত্রিকার সহসম্পাদক – ‘আসর পত্র’ এবং ই-জিন ‘সায়েন্টিফিলিয়া ডট কম’।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন