সিংহ শুধু মনে : বিজয়া বিশ্বাস

সিংহ শুধু মনে
সিংহ শুধু মনে

সত্যিটা বুকের মধ্যে চেপে ধরেই থাকো ,
সাহস নেই তো দুহাত উঁচু করার ...
উলঙ্গ মাত্রাছাড়া শব্দ দেখে ভয় পাও;
অথচ ময়দানে একলা দাড়ানোর ক্ষমতা দেখাও নি কোনবার...

সিংহ শুধু মনে,গুহার মধ্যে গর্জন তোমার তীব্র...
বাইরে ইঁদুর,ছুঁচো ,কাঠবেড়ালীও এক দুবার লাফায়...
তোমার কাছে নগ্ন হওয়ার নির্লজ্জাতা -
আর বাঘিনীর স্বাদ আস্বাদনে জেগে থাকো দূর্বলতায় ...


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.