স্মরণে নীললোহিত
পিনাকী চৌধুরী
১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশের মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তবে জন্মের চার বছর পরে তিনি কলকাতায় চলে আসেন! আদ্যন্ত রোমান্টিক মনের এই মানুষটি ১৯৫৩ সালে কৃত্তিবাস নামক একটি পত্রিকার সম্পাদনা শুরু করেন। তবে ১৯৬৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ' একা এবং কয়েকজন'! বস্তুতঃ দীর্ঘ চার দশক ধরে যেন তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছিলেন। জীবনানন্দ দাশের পরবর্তী বিখ্যাত বাংলা কবি হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম চিরস্মরণীয়! বাস্তবে সুনীল গঙ্গোপাধ্যায় যেন বাংলা সাহিত্যে এক নতুন ধারার প্রবর্তন করলেন । তাঁর রচিত ' প্রথম আলো' ,' পূর্ব পশ্চিম' , কিম্বা ' সেই সময়' , ' অর্ধেক জীবন' যেন সত্যিই যেন অনন্যসাধারণ। প্রবল নাস্তিক এই বিশিষ্ট মানুষটি জানতেন পাঠকের মনের চাহিদা !
শুধু কি তাই ? তবে তাঁর লেখায় বারে বারে উঠে এসেছে প্রেম অপ্রেম এবং অবশ্যই যৌনতার কথা । মাঝেমধ্যেই বিতর্কের অবকাশ সৃষ্টিও করছিলেন তিনি। শুধু কি তাই ? তাঁর রচিত ' কাকাবাবু ও সন্তু' যেন আজও পাঠকমহলে সমাদৃত ! সুনীল গঙ্গোপাধ্যায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন , যেমন- নীললোহিত, নীল উপাধ্যায় ইত্যাদি। ১৯৭২ এবং ১৯৭৯ সালে তিনি আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। বাস্তবে সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, কলামিস্ট ও সাংবাদিক। বাস্তবে সত্যিই যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কলম কথা বলতো। ২০১২ সালের ২৩ অক্টোবর মৃত্যুর আগে পর্যন্ত সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য সাধনায় রত ছিলেন। আর বাংলা সাহিত্যে সবথেকে বেশি লিখেছেন এই বিশিষ্ট কবি সুনীল গঙ্গোপাধ্যায় !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন